ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তার হুমকির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানার বিষয়ে ক্যাসিনো এজেন্ট ও অবৈধ সম্পদের বিষয়ে আলোচনা হয়। সে বিষয়ে কয়েকজন সাংবাদিক সরেজমিনে অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গেলে রাণীশংকৈল প্রেসক্লাবসহ প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন এ কৃষকদল নেতা।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মাসুদ রানার বিরুদ্ধে ইতিমধ্যে অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অনেক অভিযোগ রয়েছে। এ কৃষকদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, মাসুদ রানা কৃষকদল কমিটিতে রয়েছে কি না আমার জানা নেই। যদি কমিটিতে থেকে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমিন বলেন, এধরনের হুমকি দিয়ে থাকলে এটি দুঃখজনক ঘটনা। আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।
এবিষয়ে মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।
অপরদিকে শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো: তৌফিকুর রহমান উজ্জল স্বাক্ষরিত একটি চিঠিতে মো: মাসুদ রানা এর বাহিস্কারাদেশ স্বাক্ষর করে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট সংবাদকর্মীদের মাঝে প্রদান করেন। সেই সাথে দলীয় নেতাকর্মীসহ জেলার বিভিন্ন মানুষের ফেসবুক আইডিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ রানার বহিস্কারাদেশটি মুহূর্তেই ভাইরাল হয়।
রাণীশংকৈল থানার (ওসি) আরশেদুল হক বলেন, বিষয়টি আমি জানি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        