গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়া সাংগুন এলাকায় শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর আড়াইটায় উদ্ধার অভিযান শুরু করে, তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তীব্র স্রোতের কারণে তা স্থগিত করা হয়।
লামিয়া আক্তার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাংগুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া একাই হেঁটে ব্রিজে এসে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে আশপাশ পর্যবেক্ষণ করেন। পরে হঠাৎ নদীতে ঝাঁপ দেন। কয়েকজন জেলে উদ্ধার চেষ্টায় নামলেও স্রোতের কারণে ব্যর্থ হন।
প্রত্যক্ষদর্শী হাবিবুল্লাহ বলেন, “আমি সেতুর নিচে নৌকায় বসে ছিলাম, হঠাৎ দেখি মেয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। সাঁতরে কাছে যাওয়ার আগেই তলিয়ে যায়।”
নিখোঁজ ছাত্রীর বাবা দেলোয়ার হোসেন বলেন, “সোমবার রাতে মেয়ের জন্মদিন ছিল, আনন্দমুখর পরিবেশেই কেটেছে। কেন এমন করল, কিছু বুঝতে পারছি না।”
শ্রীপুর মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়, কিন্তু পানির প্রবল স্রোতে তা ব্যাহত হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক