নেত্রকোনা শহরের নাগড়া এলাকার বিকাশকর্মী রিজন তালুকদার হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্বজন ও সহকর্মীরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেন বিক্ষোভকারীরা। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর নেত্রকোনা মডেল থানার ওসির আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন।
জানা গেছে, গত ১০ আগস্ট রিজন তালুকদার বিকাশ থেকে সাড়ে ১২ লাখ টাকা উত্তোলন করে শহরসংলগ্ন দুগিয়া এলাকায় যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তিনদিন পর, ১৩ আগস্ট আটপাড়া উপজেলার মগড়া নদী থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত রিজনের বাবা মো. রফিকুল ইসলাম ১৪ আগস্ট নেত্রকোনা মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ স্বজনদের।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ‘আমরা তদন্ত করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। রিজনের সাথে চলাফেরা করত আওয়াল (৩৫) নামে এক ব্যক্তি। তাকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন। আওয়াল ঘটনার দিন মোটরসাইকেলের পেছনে ছিল, চালাচ্ছিল রফিকুল, মাঝখানে ছিল রিজন। আমরা বাকি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
এদিকে, রিজনের স্বজন সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি একটি প্রভাবশালী ও পরিচিত ডাকাত পরিবারের সদস্য। অভিযোগ রয়েছে, প্রভাবের কারণে পুলিশ তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
বিডি প্রতিদিন/জামশেদ