‘পরিষ্কার হাত, সুস্থ জীবন’ স্লোগান প্রতিপাদ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রামের ৮৪ জন শিক্ষার্থী মৌলভীবাজারের চা-বাগান এলাকায় দিনব্যাপী হাত ধোয়ার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. (লে. কর্নেল) সরদার মাহমুদ হোসেন (অব.)-এর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা স্থানীয় শ্রমিক ও তাদের পরিবারকে সঠিক পদ্ধতিতে সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে শিখিয়েছেন।
এছাড়া লিফলেট বিতরণের মাধ্যমে জানানো হয়—খাবারের আগে, টয়লেট ব্যবহারের পর, ময়লা বা পশু স্পর্শ করার পর হাত ধোয়ার গুরুত্ব।
স্থানীয় জনগণের উৎসাহপূর্ণ অংশগ্রহণ এই উদ্যোগকে সফল করেছে। এটা এনইউবির কমিউনিটি-ভিত্তিক শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল