খাগড়াছড়ি পৌর শহরে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী পৌরসভার ৯নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এই যৌথ উদ্যোগে অংশগ্রহণ করে ব্র্যাক, খাগড়াছড়ি পৌরসভা ও বিডি ক্লিন। এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান এবং লিফলেট বিতরণ করা হয়।
ব্র্যাক-এর জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক প্রসেনজিৎ দাস বলেন, ‘আমরা খাগড়াছড়ি পৌর এলাকাকে ডেঙ্গু ও ম্যালেরিয়া মুক্ত রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। এরই অংশ হিসেবে আজ ৯নং ওয়ার্ডে অভিযান পরিচালিত হয়েছে। এর আগে ৩নং ওয়ার্ডেও এ ধরনের কর্মসূচি সম্পন্ন হয়েছে।’
অভিযানে নেতৃত্ব দেন ব্র্যাক কর্মকর্তা নাজমুল হোসেন, খাগড়াছড়ি পৌরসভার প্রতিনিধি মাসুদ ও বিডি ক্লিনের স্থানীয় সমন্বয়ক জাহাঙ্গীর।
বিডি প্রতিদিন/জামশেদ