বাংলাদেশ রেলওয়ের ‘ল্যাগেজ ভ্যান প্রকল্পে’ সরকারি অর্থ অপচয় এবং যাত্রীসেবার মান নিয়ে নানামুখী অনিয়মের অভিযোগ উঠেছে। বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এই দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
যাত্রীদের অভিযোগ, প্রকল্পের আওতায় প্রতিটি কোচের টয়লেটে সাবান, হ্যান্ডওয়াশ, টিস্যু, এয়ার ফ্রেশনারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের কথা থাকলেও বাস্তবে তা দেওয়া হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান সরবরাহ না করলেও রেজিস্ট্রারে এন্ট্রি করে নিয়মিত বিল উত্তোলন করা হচ্ছে বলে জানা গেছে।
দুদকের এনফোর্সমেন্ট টিম ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের দরপত্র ও কেনাকাটার নথিপত্র সংগ্রহ শুরু করেছে। টিমের এক সদস্য জানান, “এই অনিয়ম শুধু রূপসী বাংলা বা বেনাপোল এক্সপ্রেসেই নয়, দেশের অন্যান্য ট্রেনেও ঘটছে বলে আমাদের ধারণা।”
অভিযোগ আছে, এসি কোচে সীমিত পরিমাণে কিছু পণ্য সরবরাহ করা হলেও নন-এসি কোচে প্রায় কিছুই থাকে না। এর ফলে টয়লেট অপরিষ্কার থাকা এবং ন্যূনতম সামগ্রীর অভাবে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
এছাড়া নামাজের জন্য নির্ধারিত স্বল্প জায়গাটিও কার্যত ব্যবহারযোগ্য নয়। ধুলাবালি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অতিরিক্ত যাত্রীর চাপে সেই কোচে নামাজ আদায়ের সুযোগ থাকে না।
বিডি প্রতিদিন/হিমেল