টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
রবিবার দিবাগত রাতে আরাকান আর্মিরা বাংলাদেশের জলসীমায় এসে ফিশিং বোটগুলো ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বোট মালিকরা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি বলেন, এব্যাপারে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
অপহরণের শিকার বোট তিনটি সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার হাজ্বী আব্দুস শুক্কুরের পুত্র আবু তাহের, আমির হোসেনের পুত্র আলমগীর ও নুর মোহাম্মদের পুত্র আবসার উদ্দীনের মালিকানাধীন।
সেন্টমার্টিন বাজার পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার হাবিবুর রহমান খান জানান, দ্বীপের পূর্ব সমুদ্র থেকে তাদের নিয়ে গেছে। যেখানে শত-শত বছর ধরে মাছ ধরে আসছে বাংলাদেশের জেলেরা।
উল্লেখ্য, আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পর এখনো ৫৬ জেলে নিখোঁজ আছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন