বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে ততদিন কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপিকে ভাঙতে পারবে না। এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়াউর রহমানের পরিবার।
তিনি বলেন, জিয়াউর রহমানের গড়া বাড়ি থেকে তারা বেগম খালেদা জিয়াকে জোর করে বের করে দিয়েছে। তার ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতি না করলেও তাকে অবহেলা করে চিকিৎসার নামে বাহিরে পাঠিয়ে হত্যা করা হয়েছে।
আজ সোমবার দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, আওয়ামী লীগের বাকশালী তন্ত্রের কারণে দেশের তখনকার সাড়ে সাত কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছিলো। তাদের হাত থেকে রক্ষার জন্য দেশের চরম দুঃশাসন ও দুর্বিষহ অবস্থায় ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির জন্ম দিয়েছিল। তার কিছুদিন পরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা ভেবেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে মুছে দিবে। এরশাদ জাতীয় পার্টি গঠন করে বিএনপির বড় বড় এমপি-মন্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিএনপি ধ্বংস করতে চেয়েছে কিন্তু পারেনি। ওয়ান ইলেভেনের নায়কেরা খালেদা জিয়াকে জেলখানায় আটকে রেখে তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে দেশ ছাড়া করলো। সাইফুর রহমান ও মেজর হাফিজ সাহেবকে দিয়ে নতুন বিএনপি গঠন করে আসল বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, সফল হয়নি। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে আছে। আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে খুন করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীকে হামলা মামলা নির্যাতন করা হয়েছে। শত শত নেতাকর্মীকে গুম করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।
সকাল সাড়ে ১১টার দিকে শহরের কানাইখালিতে নাটোর প্রেসক্লাবের সামনে আয়োজিত জনসমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
জনসভায় দুলু আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে বঞ্চিত কোন নেতাকর্মী ও তার পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিএনপির নাম দিয়ে কেউ অন্যায় করলে, চাঁদাবাজী, দখল সন্ত্রাস করলে ফ্যাসিস্টদের আশ্রয়-প্রশ্রয় দিলে কোনভাবেই তা মানা হবে না। ধানের শীষের প্রতীক নিয়ে নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে যাওয়ার জন্যও দুলু আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত