সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
‘সর্বস্তরের জনতা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ ব্যানার হাতে রেললাইনে অবস্থান নেন। তাদের দাবি, উল্লাপাড়া একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন হলেও চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি করে না। ফলে এ অঞ্চলের যাত্রীরা নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ট্রেন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
আন্দোলনকারীরা দ্রুততম সময়ের মধ্যে এসব আন্তঃনগর ট্রেনের উল্লাপাড়া স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করতে সরকার ও রেলওয়ের উচ্চপদস্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
রেলপথে অবস্থান কর্মসূচির কারণে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, “শিক্ষার্থী ও স্থানীয়রা ব্যানার নিয়ে রেললাইনে অবস্থান নেয়ায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি সাময়িকভাবে আটকে পড়ে। তবে কর্মসূচি শেষ হওয়ার পর ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা করে।”
স্থানীয়রা জানান, যাত্রাবিরতি না থাকায় চিকিৎসা, শিক্ষা ও কর্মসূত্রে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি আরও বেগবান করা হতে পারে।
বিডি প্রতিদিন/মুসা