কাঁধের আঘাত থেকে সুস্থ হয়ে উঠতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ান পেসার ঝাই রিচার্ডসনের নাম প্রত্যাহার করা হল। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন কেন রিচার্ডসন।
গত মার্চে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কাঁধে চোট পান ঝাই। তারপরও মে মাসের শেষ দিকে ইংল্যান্ডে শুরু হওয়া বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে রাখা হয়েছিল তাকে। তবে সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে, বিশ্বকাপ শুরুর আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারছেন না।
অস্ট্রেলিয়া দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলি বলেন, 'এই ঘটনা অবশ্যই দল এবং ঝাইয়ের জন্য অত্যন্ত দুঃখজনক। তাকে নিয়ে সর্বশেষ পর্যালোচনা এবং নেটে তার বোলিং দেখে এটা স্পষ্ট যে, প্রয়োজন অনুযায়ী তার দ্রুত উন্নতি হয়নি। সুতরাং নির্বাচকদের সঙ্গে আলোচনা শেষে দল থেকে আমরা তার নাম প্রত্যাহারের নিদ্ধান্ত নিয়েছি।'
ঝাইয়ের পরিবর্তে দলে ডাকা হয়েছে কেন রিচার্ডসনকে। এদিকে, পিঠে চোটের কারণে গত জানুয়ারি মাস থেকে মাঠের বাইরে থাকা দীর্ঘ দিন যাবৎ অজি দলের পেস আক্রমণের নেতা জশ হ্যাজেলউডও বিশ্বকাপ মিশনে সুযোগ পাননি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর