গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
আজ বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেখান থেকেই তাদের কর্মসূচি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানানো হবে।
গোপালগঞ্জ থেকে খুলনা পৌঁছে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।
তিনি বলেন, “জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচি এবং আজকের সামগ্রিক পরিস্থিতি সেগুলো নিয়ে সবাইকে ব্রিফ করবেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ।”
এদিকে, আজ গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮), থানার পাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২২) এবং শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫)।
এর আগে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে শেষে হামলা চালান আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ