প্রজাপতি উড়ে যায়
লাল নীল পাখায়,
ঝাঁকে ঝাঁকে দেখা যায়
আম জাম শাখায়।
কী যে সুখ পায় তারা
সবুজাভ পাতায়,
প্রজাপতি এঁকে রাখি
সাদা সাদা খাতায়।
ভাবি বসে যদি থাকে
লাল নীল পাখাটি,
বায়ু বেগে উড়ে গিয়ে
ছুঁয়ে দিই শাখাটি।
প্রজাপতি তোরে সুরে
কী জাদু আছেরে!
বারে বারে মন চায়
যেতে তোর কাছেরে?