কোরবানির জন্য কিনব পশু
গাজীর হাটে গিয়ে
একাকী নয়, খেতে হবে
গরিব-দুখী নিয়ে।
দুখীর মুখে ফুটলে হাসি
প্রকৃতি ও খুশি
হার চিবিয়ে খাবে আমার
বিড়াল ছানা পুসি।
খুশি হবেন মহান খোদা
নেকি পাল্লা ভারী
রোজ হাশরে পাব তবেই
সুখ কাঁড়ি কাঁড়ি।
কোরবানির জন্য কিনব পশু
গাজীর হাটে গিয়ে
একাকী নয়, খেতে হবে
গরিব-দুখী নিয়ে।
দুখীর মুখে ফুটলে হাসি
প্রকৃতি ও খুশি
হার চিবিয়ে খাবে আমার
বিড়াল ছানা পুসি।
খুশি হবেন মহান খোদা
নেকি পাল্লা ভারী
রোজ হাশরে পাব তবেই
সুখ কাঁড়ি কাঁড়ি।
৩ মিনিট আগে | দেশগ্রাম
১৬ মিনিট আগে | জাতীয়
৪৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম