নারী উন্নয়ন শক্তি কর্তৃক দাখিলকৃত “বাস, ট্রাক ও গণপরিবহনে যাত্রী ও মালামাল নিরাপত্তা বিষয়ক সুরক্ষা নীতিমালা ২০২৫” এর খসড়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর বড় কনফারেন্স রুমে এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। নীতিমালার মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
সভাপতির বক্তব্যে বিআরটিএ-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, “নীতিমালার কার্যকর দিকগুলো অবশ্যই বিবেচনায় নেওয়া হবে এবং তা সরকারি উদ্যোগে বাস্তবায়নের পথে অগ্রসর হবে। আমাদের প্রধান লক্ষ্য সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে নারী যাত্রীদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। আসুন আমরা এই লক্ষ্যে সকলে মিলে কাজ করি।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নারী উন্নয়ন শক্তির জেন্ডার উপদেষ্টা ড. জাহেদুল ইসলাম, কমিউনিকেশন উপদেষ্টা ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক এবং অন্যান্য বিশিষ্টজনরা।
বিডি প্রতিদিন/জুনাইদ