ভেঙে গেছে ঘরখানি উড়ে গেছে ছাউনি
মায়া লাগে দেখে আহা নির্বাক চাউনি!
ভেজা দেহে কাঁদে যেন বসে ডালে ডালে যে
কষ্টের সীমা নেই বর্ষার কালে যে!
ভিজে দেহ ডিম বাসা বৃষ্টির ধারায়ে
হাহাকারে ফাটে বুক ছানাগুলো হারায়ে!
বর্ষায় পাখিদের কষ্টের নেই শেষ
ফাগুনেই পাখিকুল থাকে সুখে যেন বেশ!