শিরোনাম
১৮ আগস্ট, ২০১৯ ২০:২৯

ডেঙ্গু জ্বরে বেগমগঞ্জের যুবকের ঢাকায় মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

ডেঙ্গু জ্বরে বেগমগঞ্জের যুবকের ঢাকায় মৃত্যু

ডেগু জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার গনিপুর গ্রামে নাজিম উদ্দিন নামের এক যুবকের ঢাকায় মৃত্যু হয়েছে। নিহত নাজিম গনিপুর গ্রামের মনির মিয়ার বাড়ীর রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা নোয়াখালী রুটের হিমাচল পরিবহণের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।  

নিহত নাজিমের চাচা সহিদ উদ্দিন সাংবাদিকদের জানান, বেশ কয়েকদিন যাবত গায়ে জ্বর নিয়ে নাজিম ঈদের কর্মস্থলে ফেরা মানুষদের পৌঁছানোর জন্য কর্মস্থল হিমাচল পরিবহণে কাজ করে। শনিবার ছুটিতে প্রচন্ড জ্বর নিয়ে বাড়িতে আসে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত স্থানীয় বেসকারি রাবেয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করালে ডেঙ্গুর ভাইরাস ধরা পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রাত ১১টার দিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। আজ রবিবার ভোর ৪.৪৫ মিনিটে তার মৃত্যু হয়। 

রবিবার সকালে পরিবারের লোকজন তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে এসে বিকলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর