১৯ আগস্ট, ২০১৯ ১৫:০২

টাঙ্গাইলে ডেঙ্গু রোগী কমছে, হাসপাতালে ভর্তি ৫৭

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে ডেঙ্গু রোগী কমছে, হাসপাতালে ভর্তি ৫৭

টাঙ্গাইলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। ঈদের আগে থেকে হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়লেও গত তিন দিনে রোগীর সংখ্যা কমে ৫৭ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও কমতে পারে বলে সোমবার বিষয়টি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালের সহকারি পরিচালক ডা. সদর উদ্দিন জানান, রবিবার টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি রোগী ছিল ৬৫ জন। গত শনিবার এই রোগীর সংখ্যা ছিল ৭৬ জন। আজ সোমবার হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছে ৫৭ জন রোগী। এর মধ্যে ডেঙ্গু ওয়ার্ডে ৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ২ জন  মোট ৮ জন রোগী নতুন ভর্তি হয়েছে। 

জেলায় এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী সনাক্ত করা হয় ৩৪৩ জন। ২৪৯ জন রোগী সুস্থ্য হয়ে হাসপাতাল ত্যাগ করেন। ৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর