১৯ আগস্ট, ২০১৯ ২০:২৩

বাবার সঙ্গে ঢাকায় ঈদ করতে গিয়ে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

বাবার সঙ্গে ঢাকায় ঈদ করতে গিয়ে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

বাবার সঙ্গে ঈদ করতে গিয়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বরুয়াল (ধনসোড়া) গ্রামের শিশু মাসরুফা (১০) লাশ হয়ে বাড়ি ফিরলেন। সোমবার সকাল ৬টায় সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করে।

মাসরুফা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের বরুয়াল (ধনসোড়া) গ্রামের মোস্তফার মেয়ে।

মাসরুফার বাবা মোস্তফা বলেন, গত ৩ বছর ধরে আমি রাজধানীর পোশাক কারখানায় করছি। একসঙ্গে ঈদ উদযাপন করার জন্য স্ত্রী মাজেরা ৩ মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। মেয়ে মাসরুফা হঠাৎই অসুস্থ হলে ১৪ আগস্ট চিকিৎসার জন্য রামপুরা বনশ্রী'র অ্যাডভান্স হাসপাতালে নিয়ে যাই। 

হাসপাতালের চিকিৎসক কামরুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে বলেন, মাসরুফা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। এরপর চিকিৎসক কামরুল হাসান দুইদিনের ওষুধ দিয়ে ১৯ আগস্ট আবার হাসপাতালে আসতে বলেন। কিন্তু পুনরায় চিকিৎসকের কাছে যাওয়ার আগেই আমার শিশু মেয়ে মাসরুফা ওই ভোর ৬টার দিকে মৃত্যুবরণ করে।

হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মাসরুফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর