বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত জানুয়ারি থেকে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন এবং বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ১২ জন রোগীর মৃত্যু হলো। এদিকে শের-ই বাংলা মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমলেও সবশেষ চিকিৎসাধীন ছিলেন ২০৭ জন রোগী।
হাসপাতাল সূত্র জানায়, জেলার আগৈলঝাড়ার উপজেলার ঘোড়ারপাড় গ্রামের বিশ্বনাথ সুতারের স্ত্রী বকুল রানী (৭০) জ্বরে আক্রান্ত হয়ে গত ২৯ জুলাই শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ নিয়ে গত জানুয়ারী থেকে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া চলতি মৌসুমে ভোলায় ২ জন ও বরগুনায় ১ জনসহ বরিশাল বিভাগের মোট ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে শের-ই বাংলা মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমেছে। তবে সব শেষ রিপোর্ট অনুযায়ী গত বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন ২০৭ জন ডেঙ্গু রোগী। এর আগে গত বুধবার চিকিৎসাধীন ছিলেন ২৩৪ জন, মঙ্গলবার ২২৩ জন এবং সোমবার চিকিৎসাধীন ছিলো ২০৫ জন ডেঙ্গু রোগী।
বিডি প্রতিদিন/নাজমুল