ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালের ভোলায় ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভোলায় ৩ জন, বরগুনায় ১ জন এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ চলতি মৌসুমে বরিশাল বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে গত কয়েক দিন রোগীর চাপ কিছুটা কম থাকলেও শের-ই বাংলা মেডিকেলে আবার ডেঙ্গু রোগী বেড়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভোলার দৌলতখানের দক্ষিণ জয়নগর এলাকার জ্বরে আক্রান্ত জিয়াউল হককে (৭০) গত শুক্রবার জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিৎিসাধীন অবস্থায় ওইদিনই তার মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল, ভোলা ও বরগুনায় চলতি মৌসুমে মোট ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।
এদিকে গতকালের রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ২৩৫ জন ডেঙ্গু রোগী। এর আগে বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন ২০৭ জন, বুধবার ২৩৪ জন, মঙ্গলবার ২২৩ জন এবং সোমবার চিকিৎসাধীন ছিলেন ২০৫ জন ডেঙ্গু রোগী। গত ২৯ জুলাই শের-ই বাংলা মেডিকেলে রেকর্ড সংখ্যক ২৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের অন্যান্য সরকারি হাসপাতালে গতকাল শুক্রবার ৯১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন বলে স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনিক রিপোর্টে উল্লেখ রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল