হূত্যন্ত্রের যত কথা
১. এক জন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় কত লিটার রক্ত থাকে?
ক. ৫-৬ লিটার খ. ৩-৪ লিটার গ. ২-৩ লিটার ঘ. ৭-৮ লিটার।
উত্তর : ক
২. মানুষের দেহের মোট ওজনের কত ভাগ রক্ত থাকে?
ক. প্রায় ৮% খ. প্রায় ৭% গ. প্রায় ৯% ঘ. প্রায় ১০%
উত্তর : ক
৩. রক্ত কোন ধরনের টিস্যু নিয়ে গঠিত?
ক. ভাজক খ. সরল গ. যোজক ঘ. জটিল
উত্তর : খ
৫. রক্তের মধ্যে রক্ত কণিকা থাকে কত ভাগ?
ক. ৪৫% খ. ৫০% গ. ৫৫% ঘ. ৬০%
উত্তর : ক
৬. রক্ত কণিকা প্রধানত কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর : খ
৭. রক্ত রসকে আলাদা করলে রক্ত কণিকার বর্ণ কেমন দেখায়?
ক. লাল খ. হলুদ গ. সাদা ঘ. বর্ণহীন
উত্তর : খ
৮. রক্তরসে কত ভাগ পানি থাকে?
ক. প্রায় ৯০% খ. প্রায় ৭০% গ. প্রায় ৮০% ঘ. ৬০%
উত্তর : ক
৯. লোহিত কণিকা দেখতে কেমন?
ক. দ্বি অবতল খ. অবতল গ. দ্বি উত্তল ঘ. উত্তল
উত্তর : ক
১০. লোহিত কণিকার আয়ু প্রায় কত মাস?
ক. ৪ মাস খ. ৩ মাস গ. ২ মাস ঘ. ৫ মাস
উত্তর : ক
১১. শ্বেত কণিকার গড় আয়ু কত দিন?
ক. ১-১৫ দিন খ. ২-১০ দিন গ. ১০-১৫ দিন ঘ.১৫-৩০ দিন
উত্তর : ক
১২. অনুচক্রিকার গড় আয়ু কত দিন?
ক. ৫-১০ দিন খ. ১-১৫ দিন গ. ১০-১৫ দিন ঘ. ২-১০ দিন।
উত্তর : ক
১৩. প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা শিশুর দেহে কত?
ক. ৬০-৭০ লাখ খ. ৭০-৮০ লাখ গ.৮০-৯০ লাখ ঘ. ৪৫-৫৫ লাখ
উত্তর : ক
১৪. প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা পূর্ণ বয়স্ক পুরুষের দেহে কত?
ক. ৬০-৭০- লাখ খ. ৭০-৮০ লাখ গ. ৪.৫-৫.৫ লাখ ঘ.৪-৫ লাখ
উত্তর : গ
১৫. প্রতি ঘনমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা নারী দেহে কত?
ক. ৪-৫ লাখ খ. ৪,৫-৫.৫ লাখ গ. ৬০-৭০ লাখ ঘ. ৭০-৮০ লাখ
উত্তর : ক
১৬. মানবদেহে প্রতি ঘনমিলি মিটার রক্তে শ্বেত কণিকার সংখ্যা কত?
ক. ৪-১০ হাজার খ. ৫-১০ হাজার গ. ৬-১২ হাজার ঘ. ১-১৪ হাজার
উত্তর: ক
১৭. কোন রক্ত কণিকা ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে?
ক. লোহিত খ. প্লেটলেট গ. অনুচক্রিকা ঘ. শ্বেত কণিকা
উত্তর : ঘ
১৮. অ্যান্ট জয কোনটি ধ্বংস করে?
ক. লোহিত কণিকা খ. প্লেটলেট গ. অনুচক্রিকা ঘ. শ্বেত কণিকা
উত্তর : ক
১৯. শ্বেত কণিকা কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: ক
২০. অ্যাগ্রানুলোসাইট শ্বেত কণিকা কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ.২
উত্তর : ঘ