কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল শুরু হওয়ার পর থেকে মাদক পাচারের ঝুঁকি বাড়ায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। মাদক রোধে গত ২০ জুলাই সন্ধ্যায় র্যাবের একটি বিশেষ টিম ডগ স্কোয়াডের সহায়তায় পুরো স্টেশনজুড়ে তল্লাশি অভিযান চালায়।
র্যাব-১৫ জানায়, কক্সবাজার স্টেশনে লাগেজ স্ক্যানার এবং পর্যাপ্ত যাত্রী তল্লাশির ব্যবস্থা না থাকায় মাদক বহনের সম্ভাবনা বাড়ছে। সেই প্রেক্ষিতে স্টেশনের চতুর্দিকে, যাত্রীদের ব্যাগ ও উপস্থিত লোকজনের মধ্যে সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। ট্রেন আগমনের সময়কে কেন্দ্র করে তল্লাশি আরও জোরদার করা হয়।
অভিযানের সময় স্টেশনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নজরদারি চালানো হয়। র্যাব জানায়, এই কার্যক্রমের মাধ্যমে শুধু মাদক প্রতিরোধ নয়, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও তৈরি করা হয়েছে।
র্যাবের আইন ও মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বলেন, “কক্সবাজার রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ যাত্রীসেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে র্যাব বদ্ধপরিকর। নিয়মিত এবং পরিকল্পিত অভিযান অব্যাহত রেখে আমরা মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখব।”
বিডি প্রতিদিন/আশিক