হবিগঞ্জের লাখাই বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ আগুন লাগে।
স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয়রা জানান, লাখাই বাজারের ডা. রামজয়ের ফার্মেসীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ডা. রামজয়ের ফার্মেসী, রফিক মিয়ার ফলের দোকান, উপানন্দ দাসের দোকান ও মালেক মিয়ার কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লাখাই থানার (ওসি) বন্দে আলী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/নাজিম