হিন্দুদের পবিত্র শিবরাত্রির দিন মাছ খাওয়ার অভিযোগে ভারতের দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয় থেকে এক বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার এই পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে ওই ছাত্র যে মেসে থাকতেন সেই মেসের সচিবকে ৫০০০ রুপি জরিমানাও করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, পবিত্র শিবরাত্রির দিন ওই ছাত্র পিএইচডি গবেষক সুদীপ্ত দাস হিন্দু সম্প্রদায়ের হলেও তিনি মেসে মাছ রান্না করিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে সুদীপ্তকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। তাকে বিশ্ববিদ্যালয়ের কোনো পাঠ্যক্রমে যোগ দিতে দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।