টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের দায়িত্ব থাকছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) হাতেই। প্রতিযোগিতাটির আগামী তিন চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ইংল্যান্ডের মাটিতে।
গত মাসে লর্ডসে অনুষ্ঠিত সবশেষ চক্রের ফাইনালের পর থেকে এটি আইসিসির বিবেচনায় ছিল। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে সিদ্ধান্তটির অনুমোদন দেওয়া হয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রের ফাইনাল হয় যথাক্রমে সাউথ্যাম্পটন ও ওভালে। ২০২১ সালের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ২০২৩ সালে টেস্টের মুকুট পরে অস্ট্রেলিয়া, ফের রানার্সআপ হয় ভারত।
আর গত মাসে লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। তাতে ২৭ বছর পর কোনও আইসিসি ট্রফি জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা। এর আগে ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা।
ধারণা করা হয়েছিল, ২০২৭ সাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে ভারতে। কিন্তু ইংল্যান্ডকেই বেছে নিয়েছে আইসিসি। এই সিদ্ধান্তের পেছনে ‘ইসিবির সফলভাবে সাম্প্রতিক ফাইনালগুলো আয়োজনের’ কথা বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। আগামী ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ