আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়া বাংলাদেশি বোলার এখন এই বাঁহাতি পেসার।
রবিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে দুই উইকেট শিকার করেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ড এটি।
এর আগে, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মুস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।
আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটাররা। কেবল তিনজন ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। শেষ পর্যন্ত ১১০ রানে অল আউট হয় পাকিস্তান।
বিডি প্রতিদিন/এমআই