ইংল্যান্ডে শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস লিগের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসর। পাকিস্তান ইংল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। গতকাল বার্মিংহ্যামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের ম্যাচ। কিন্তু প্রতিবেশী দেশটির বিপক্ষে ভারতীয় দলের কয়েকজন খেলোয়াড় ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। তাই শেষ পর্যন্ত টুর্নামেন্টে দুই দলের প্রাথমিক ম্যাচটি বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। মূলত গত ২৬ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছেন ভারতীয় দলের শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠানসহ আরও কয়েকজন সাবেক ক্রিকেটার। কেননা ভারত এ হামলার দায় পাকিস্তানকে দেয়। শনিবার রাতে শিখর ধাওয়ান সামাজিক মাধ্যমে জানান, তিনিসহ ভারতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করেছেন। তাদের কেউই মাঠে নামতে রাজি হননি। আয়োজকরাও এক বিবৃতিতে জানান, ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল লড়বে সেমিফাইনালে। ২ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে এ আসরের।