ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও চ্যাম্পিয়নের মুকুট উঠলো ত্রিনবাগো নাইট রাইডার্সের হাতে। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতলো কাইরন পোলার্ডের দল।
ফাইনালে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচের নায়ক হয়ে উঠেন আকিল হোসেন। বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর, ব্যাট হাতেও শেষ করে দেন ম্যাচ। মাত্র ৭ বলে ১৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় গায়ানা। আন্দ্রে রাসেলের শর্ট বলে কাইরন পোলার্ডের হাতে ধরা পড়েন ওপেনার কুইন্টন স্যাম্পসন (০)। এরপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শেই হোপ ও বেন ম্যাকডারমট, কিন্তু বেশি দূর যেতে পারেননি।
ত্রিনবাগোর বোলারদের দারুণ লাইন-লেন্থে একের পর এক উইকেট হারায় গায়ানা। ষষ্ঠ উইকেটে ইফতিখার আহমেদ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৪৩ রানের জুটি দলকে কিছুটা সামলে নেয়। তবে সৌরভ নেত্রাভালকার এই জুটি ভেঙে ফেরান প্রিটোরিয়াসকে (২৫), আর শেষ ওভারে ফিরিয়ে দেন ইফতিখারকেও (৩০)। তিনি ৪ ওভারে ২৫ রানে নেন ৩ উইকেট, হয়ে ওঠেন দলের সেরা বোলার।
এদিন ফিল্ডিংয়ে টি-টোয়েন্টিতে ৪০০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেন ত্রিনবাগোর অধিনায়ক কাইরন পোলার্ড।
মাত্র ১৩০ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে ত্রিনবাগো। কলিন মানরো ১৫ বলে ২৩ রান করে ফিরে গেলেও, স্কোরবোর্ড এগিয়ে নিতে থাকেন অন্যরা। তবে ইনিংসের মাঝপথে হঠাৎ করেই টপাটপ তিনটি উইকেট হারিয়ে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হয়।
একসময় ১১৬ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ত্রিনবাগো। তখন ক্রিজে আসেন আকিল হোসেন। তখন প্রয়োজন ২২ বলে ১৫ রান।
চাপ সামলে ১৮তম ওভারের শেষ দুই বলে এক ছক্কা ও এক চারে ম্যাচ শেষ করে দেন আকিল।
বিডি প্রতিদিন/মুসা