অবশেষে ওয়ানডে অবসরের সিদ্ধান্ত বদলে মাঠে ফিরছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নামছেন তিনি, সঙ্গে ফিরেছেন টি-টোয়েন্টি দলেও।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষে অবসর নেওয়া ডি কক সেই টুর্নামেন্টে দারুণ ফর্মে ছিলেন। ১০ ইনিংসে ৪টি সেঞ্চুরি সহ করেছিলেন ৫৯৪ রান। এত ভালো পারফরম্যান্সের পর হঠাৎ অবসরের ঘোষণা অনেককে অবাক করেছিল।
তার সতীর্থ হেইনরিখ ক্লাসেন সেই সময় ডি ককের সিদ্ধান্তকে "দুঃখজনক" বলে মন্তব্য করেছিলেন। অনেকেই চেয়েছিলেন, তিনি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। অবশেষে সেই প্রত্যাশাই পূরণ হলো।
সব ঠিক থাকলে,৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে ডি কককে।
ডি কক টি-টোয়েন্টি থেকে অবসর নেননি। তবে ২০২৪ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে জায়গা পাননি। প্রায় এক বছরের বেশি সময় পর তিনি ফিরছেন প্রোটিয়া টি-টোয়েন্টি স্কোয়াডে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড পাকিস্তান ও নামিবিয়ার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে।
মূল স্কোয়াডে অনেক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। করবিন বোশ ও দেওলাদ ব্রেভিস ছাড়া বাকি তিন ফরম্যাটের ক্রিকেটাররা সাদা বলের সিরিজে থাকছেন না।
টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক: ডেভিড মিলার
ওয়ানডে সিরিজে অধিনায়ক: ম্যাথিউ ব্রিটজ
নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়ক: দনোভান ফেরেইরা
ইংল্যান্ড সফরে চোট পাওয়া টেম্বা বাভুমা ছিটকে গেছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে। তার জায়গায় এইডেন মার্করাম টেস্ট দলের অধিনায়ক হয়েছেন। দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার সিমন হারমার।
প্রথম পছন্দের স্পিনার কেশভ মহারাজ খেলবেন শুধু দ্বিতীয় টেস্টে।
তিন ফরম্যাটের জন্য ঘোষিত স্কোয়াড:
টেস্ট স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভি বেডিংহ্যাম, করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, টনি ডি জর্জি, জুবায়র হামজা, সিমন হারমার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ (২য় টেস্টে), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরাইনে
টি-টোয়েন্টি স্কোয়াড: ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, দনোভান ফেরেইরা, রেজা হেন্ড্রিকস, জর্জ লিন্ডে, কেওনা মাফাকা, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দাইল সিমেলেন, লিজাড উইলিয়ামস।
ওয়ানডে স্কোয়াড: ম্যাথিউ ব্রিটজ (অধিনায়ক), করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, দনোভান ফেরেইরা, বিজর্ন ফরচুইন, জর্জ লিন্ডে, কেওনা মাফাকা, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেমা কেশিল।
নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: দনোভান ফেরেইরা (অধিনায়ক), নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুইন, রেজা হেন্ড্রিকস, রুবিন হারম্যান, কেওনা মাফাকা, রিভালদো মুনসামি, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দাইল সিমেলেন, জেসন স্মিথ, লিজাড উইলিয়ামস।
বিডি প্রতিদিন/মুসা