ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামে কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এ দাবি জানান।
নিহতের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবি—ঘাতকদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে তাহাজ্জুদ নামাজের জন্য ওজু করতে গিয়ে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই। দুই দিন পর শনিবার বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল