ওয়েব সিরিজ ‘আকা’র শিরোনাম সংগীত। যেখানে ফুটে উঠে সিরিজটির মুখ্য চরিত্র আবুল কালাম আজাদের জীবনকথা। চরিত্রটিতে অভিনয় করেছেন আফরান নিশো। ছোটবেলা থেকেই ভীষণ সংগীত অনুরাগী আজাদ। বড় গায়ক হওয়ার স্বপ্ন তার। ক্লাব-রেস্তোরাঁয়, এমন নানা আয়োজনে গান করেন। গানের জন্য তার ডেডিকেশনও মারাত্মক। কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না। মাঝেমধ্যেই তার ভাগ্যে জোটে তীব্র বঞ্চনা আর অপমান। একবার তো এক প্রতিযোগিতায় অডিশন দিতে গিয়ে বিচারকদের সঙ্গেই লঙ্কাকাণ্ড বেঁধে যায়। অন্যদিকে, জীবনের তাগিদে আজাদ একটি কুরিয়ার সার্ভিস কোম্পানির ডেলিভারিম্যান হিসেবেও চাকরি করেন। সেখানেও পারফরম্যান্স খুব একটা ভালো নয়। বলা যায়, দুনিয়া তার সঙ্গে নেই। যেখানে যান সেখানেই যেন অঘটন আর ব্যর্থতা তাকে আঁকড়ে ধরে। তার শৈশব আরও অন্ধকারাচ্ছন্ন। দুঃস্বপ্নের মতো এক মুহূর্তে মা-বাবা-ভাই-বোনের করুণ মৃত্যু দেখেছে। সেই ঘটনায় দৈবক্রমে বেঁচে আছে আজাদ। প্রতিনিয়ত সেই ট্রমাও তাকে তাড়া করে। বাবা-মা হারা আজাদ তার চাচার কাছে বেড়ে ওঠে। সিরিয়াস গায়ক হতে চাওয়া সেই আজাদই একসময় সিরিয়াল কিলার আকা রূপে আবির্ভূত হয়। বলতে গেলে, আজাদ ও আকা তখন অভিন্ন সত্তা। আকা এমন এক রহস্যময় চরিত্র, যে কিনা সন্ত্রাস আর অপরাধীর জন্য ত্রাস বা আতঙ্ক, দেশের অনেক মানুষের কাছেই সে জনপ্রিয়।