শারদীয় উৎসবের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বদেশি পণ্য ক্রয়ের ডাক দিয়ে আজ সোমবার থেকে দেশব্যাপী সঞ্চয় উৎসব শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল বিকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। ভাষণে তিনি ভারতবাসীর উদ্দেশে বলেন, ‘এখন থেকে সবাই কেবলমাত্র স্বদেশি পণ্য কিনুন এবং ব্যবসায়ীরা গর্বের সঙ্গে স্বদেশি পণ্য বিক্রি করুন।’ তিনি ভাষণে আজ সোমবার নবরাত্রি শুরুর দিন থেকে সঞ্চয় উৎসব হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক হার কমিয়ে দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘২০১৭ সাল থেকে চালু হওয়া পণ্য পরিষেবা কর বা জিএসটির তিনটি স্তর কর ছিল ৫, ১২ এবং ১৮ শতাংশ। এখন ১২ শতাংশ কর থাকবে না। যেসব পণ্য ১২ শতাংশ ছিল সেগুলো ৫ শতাংশ হবে। এর ফলে নিত্য ব্যবহার্য ৯৯ শতাংশ পণ্য দাম কমে যাবে।’
মোদি ভাষণের শুরুতেই দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘সোমবার থেকে শক্তির আরাধনার উৎসব নবরাত্রি শুরু হবে। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। নবরাত্রির প্রথম দিনেই দেশ আত্মনির্ভর ভারতের পথে এক বড় পদক্ষেপ নিচ্ছে। এদিন থেকেই নতুন প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হবে। এতে আপনাদের সবার সঞ্চয় বাড়বে এবং আপনার পছন্দের জিনিস কেনা আরও সহজ হয়ে উঠবে। দরিদ্র থেকে মধ্যবিত্ত, যুবসমাজ, মহিলারা এবং ব্যবসায়ীরা- সবাই এর সুফল ভোগ করবেন।’ তিনি এও বলেন, ‘এই সংস্কার পদক্ষেপের মূল উদ্দেশ্য- অর্থনীতিকে আরও স্বচ্ছ, সহজ এবং গণমুখী করে তোলা। এই সংস্কার আমাদের বৃদ্ধির গল্পকে ত্বরান্বিত করবে, ব্যবসা করার সহজতাকে বাড়াবে, অধিক বিনিয়োগ টানবে এবং প্রতিটি রাজ্যকে জাতীয় উন্নয়নের সমান অংশীদার করবে। এই সংস্কার কেবল অর্থনৈতিক সংস্কার নয়, বরং আত্মনির্ভর ভারতের ভিশনের অংশ।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক বসানোর পর অর্থনীতিবিদদের সুপারিশ ছিল- ভারতীয় পণ্যের শুল্ক কমানো হোক। মোদি সে অনুসারেই শুল্কহার কমানোর এই ঘোষণা দিয়েছেন।