ঢাকাই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এবার ওটিটিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। কিন্তু এ মাধ্যমে অভিনয়ে নাকি তাঁর ভীষণ ভয় করছে। কারণ নাকি এখানেও সিন্ডিকেটের কালো থাবা ভাগ বসিয়েছে। অনেক দিন ধরেই পর্দায় নেই একসময়ের জনপ্রিয় এ তারকা। দর্শকরা চান তাঁকে পর্দায় দেখতে। কিন্তু অভিনয়-ইন্ডাস্ট্রি প্রসঙ্গে তিনি জানিয়ে দিলেন নানা আক্ষেপ ও ক্ষোভের কথা। সাম্প্রতিক সময়ে কিছু ওটিটিতে পূর্ণিমাকে দেখা মেলে। অভিনেত্রীরও আগ্রহ রয়েছে ওটিটিতে কাজ চালিয়ে যাওয়ার; তবে অবশ্যই ভালো গল্প ও চরিত্র পেলে। এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে এ নায়িকা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।’ তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট নিয়ে রয়েছে তাঁর আক্ষেপ; যেটিকে বড় বাধা হিসেবে মনে করেন এ নায়িকা। পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন যারা ভালো কাজ করতে পারেন তাদের সেই সুযোগ দেওয়া হয় না।’ তবু আশাবাদী পূর্ণিমা। তাঁর বিশ্বাস, প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন। পূর্ণিমা বলেন, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ তাঁর ভালো লেগেছে। অভিনেত্রীর ভাষায়, ‘এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম।’