ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শত্রুদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন আগ্রাসন বা ভুল হিসাব-নিকাশের ‘মারাত্মক’ জবাব দেওয়া হবে।
রবিবার ১৯৮০-র দশকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া ইরাক-যুদ্ধের বার্ষিকী উপলক্ষে ‘পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ’ শুরুর দিনে আইআরজিসি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়।
বিবৃতিতে বলা হয়, শত্রুদের যেকোনো নতুন ভুল হিসাব-নিকাশ বা আগ্রাসনের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধক্ষেত্রে কৌশলগত অবস্থান নেবে এবং মারাত্মক জবাব দেবে।
এই অভিজাত সামরিক বাহিনী আরও জানায়, আট বছরের যুদ্ধের ৪৫তম বার্ষিকী এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন ঘটেছে। এই আগ্রাসন শুধু ইরানের জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করেছে। আগ্রাসী সরকারগুলোর জঘন্য লক্ষ্য অর্জনের ব্যর্থতাও প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধে শত্রুদের পরাজয়... এবং দেশটিকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত নিরাপত্তা, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধে তাদের ব্যর্থতা প্রমাণ করে যে, ইরানের জনগণ তাদের বিচক্ষণতা, অন্তর্দৃষ্টি এবং পবিত্র ঐক্যের মাধ্যমে শত্রুদের হাইব্রিড যুদ্ধের বিরুদ্ধে একটি ইস্পাতদৃঢ় দুর্গের মতো দাঁড়িয়েছিল এবং তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল