ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর বলভদ্র নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২০) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর-লাখাই সেতুর পাশের কালিবাড়ি চর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।
নিহত বিশাল নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে এবং রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবার জানায়, গত ২০ সেপ্টেম্বর রাতে ওষুধ আনতে বাজারে গিয়ে আর ফেরেনি সে। বহু খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল