ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর বিতরণী অনুষ্ঠান আজ (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে এই প্রতীক্ষিত আয়োজন। এর ভেন্যু হিসেবে থাকছে ঐতিহাসিক থিয়েটার দ্যু শাতলে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা, ফ্রান্স ফুটবল ও ফরাসি মিডিয়া গ্রুপ গ্রুপ আমরি।
শুধু বছরের সেরা ফুটবলার নয়, এবারও একাধিক বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কার বিভাগগুলো হলো: সেরা পুরুষ খেলোয়াড়, সেরা নারী খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়, মৌসুমের সর্বোচ্চ গোলদাতা, সেরা কোচ, বছরের সেরা ক্লাব, 'সক্রেটিস অ্যাওয়ার্ড' মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি।
এবারের ব্যালন ডি’অর তালিকায় চমক হিসেবে রয়েছে দুই তরুণ তারকা ওসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল।
ফরাসি ক্লাব পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমে ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট করে দেম্বেলে উঠে এসেছেন শীর্ষ দাবিদারদের কাতারে।
অন্যদিকে, বার্সেলোনার হয়ে বড় ম্যাচগুলোতে আলো ছড়ানো ইয়ামালও নজর কেড়েছেন ফুটবলবোদ্ধাদের।
এবারের আয়োজনে উল্লেখযোগ্য বিষয় হলো, দীর্ঘদিন পর ব্যালন ডি’অর তালিকায় নেই লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করা যাবে সনি স্পোর্টস টেন ১, সনি লিভ অ্যাপে এবং উয়েফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
বিডি প্রতিদিন/মুসা