খুলনার বাস্তহারা কলোনিতে সংঘর্ষের ঘটনায় খালিশপুর থানায় দুইটি মামলা হয়েছে। মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ৬০০ জনকে আসামি করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
এর মধ্যে একটি মামলার বাদী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ বিভাগীয় প্রকৌশলী মাহসুদুল হক। এ মামলায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৪০০ জনকে আসামি করা হয়। অপর মামলার খালিশপুর থানা পুলিশের এসআই কোটাল আজাদ বাদী হয়ে আরও ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ২০০ জনকে আসামি করে মামলা করেন। রবিবার রাতে এ মামলা হয়। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, রবিবার খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে গেলে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
বিডি প্রতিদিন/হিমেল