রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহিণী আত্মহত্যা করেছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত গৃহিণীর নাম মহুয়া (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার লালপুর গ্রামের আলী আহমেদের মেয়ে।
পারিবারিক কলহের জেরে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। স্বজনেরা দরজা ভেঙে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টা ১৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ