গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত আবু বক্কর সিদ্দিক মুন্না ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি শহরের মুন্সিপাড়ায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা কারাগারের ডেপুটি জেলার গোলাম সাকলাইন।
তিনি জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আবু বক্কর সিদ্দিক মুন্না। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ডায়েবেটিস ও রক্তচাপজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
ডেপুটি জেলার আরও জানান, আবু বক্কর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গত ২ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
নিহতের ছেলে সৌমিক বলেন, এক মাস আগে পুলিশ তাকে আটক করে। পরে তিনি জামিনে মুক্তি পেলেও জেল গেটে আরেকটি মামলায় পুলিশ তাকে আবারও গ্রেফতার করে কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ উর রহমান বলেন, হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।
বিডি প্রতিদিন/এমআই