বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন এবার খেলতে যাচ্ছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (BBL)। আসন্ন মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের হয়ে মাঠে নামার অনুমতি পেয়েছেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অনাপত্তিপত্র প্রদান করেছে।
এর আগের আসরেও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তখন সেই সুযোগ হাতছাড়া হয়। এবার আর সেই ভুল করেননি ২১ বছর বয়সী এই লেগস্পিনার সময়মতো বিসিবিতে এনওসির আবেদন করে পেয়ে গেছেন সবুজ সংকেত।
তবে একটি বিষয় এখনো অনিশ্চিত। বিগ ব্যাশের সময়ই চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), যেখানে রিশাদের দল ফরচুন বরিশাল তাকে ধরে রাখতে চায়। ফলে পুরো বিগ ব্যাশ আসরে তিনি অংশ নিতে পারবেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়।
এবারের বিগ ব্যাশ মৌসুম শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর, ফাইনাল হবে ২১ জানুয়ারি।
বিডি প্রতিদিন/মুসা