বার্সেলোনার জন্য আরও এক দুঃসংবাদ। তরুণ মিডফিল্ডার ফের্মিন লোপেস তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। বাঁ পায়ের পেশির চোটের কারণে তিনি আপাতত দলের বাইরে থাকছেন বলে নিশ্চিত করেছে ক্লাবটি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ২২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের স্ক্যান রিপোর্টে চোটের বিষয়টি ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন লোপেস। লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ ব্যবধানে জয়ে করেছিলেন জোড়া গোল। গত রবিবার গেতাফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও শেষ পর্যন্ত চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক ম্যাচ শেষে জানান, “তিন পয়েন্ট, ৩-০ জয় সবকিছু ঠিকঠাক। কিন্তু ফের্মিনের ইনজুরির কারণে আমার ভালো লাগছে না। আগামীকাল পরীক্ষা হবে, তখন বিস্তারিত জানা যাবে।”
এ নিয়ে মৌসুমের শুরু থেকেই ইনজুরির হানায় ভুগছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ফের্মিন লোপেস ছাড়াও আগে থেকেই মাঠের বাইরে আছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন, লামিনে ইয়ামাল, গাভি এবং আলেহান্দ্রো বালদে।
বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে বৃহস্পতিবার, রিয়াল ওভিয়েদোর বিপক্ষে।
বিডি প্রতিদিন/মুসা