মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এসএসসি পড়াশোনা : ব্যবসায় উদ্যোগ

মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক

এসএসসি পড়াশোনা : ব্যবসায় উদ্যোগ

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন

১. যেকোনো কাজের কর্ম প্রচেষ্টাকে কী বলা হয়?

ক. কর্মসংস্থান  খ. উদ্যোগ

গ. ব্যবসায় উদ্যোগ       ঘ. উদ্যোক্তা

২. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন ব্যবসায়ের সুবিধা?

ক. অংশীদারী  খ. সমবায়

গ. যৌথ মূলধনী            ঘ. একমালিকানা

৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা কয়টি?

ক. তিনটি  খ. চারটি  গ. পাঁচটি              ঘ. সাতটি

৪. মানব আচরণের মানদন্ড হিসেবে বিবেচিত হয় কোনটি?

ক. মূল্যবোধ     খ. পরিশ্রম

গ. মিতব্যয়িতা ঘ. নৈতিকতা

৫. যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন-

i. ইচ্ছা   ii. কর্ম প্রচেষ্টা  iii. পরিশ্রম

নিচের কোনটি সঠিক?

ক. i, ii   খ. i, iii   গ. ii, iii  ঘ. i, ii ও iii

৬. ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি?

ক. নিয়ন্ত্রণ                    খ. সংগঠন

গ. পরিকল্পনা                ঘ. কর্মসংস্থান

৭. মি. মামুন ফ্রিজ মেরামতকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরিতে সুযোগ-সুবিধা কম থাকায় তিনি নিজেই ফ্রিজ মেরামতের দোকান প্রতিষ্ঠা করেন। মি. মামুনের বর্তমান পেশাটি কোন ধরনের?

ক. ব্যবসায়       খ. চাকরি

গ. শিল্প             ঘ. আত্মকর্মসংস্থান

৮. রচডেল সমবায় সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৮৪৪ সালে            খ. ১৯০৪ সালে

গ. ১৯৪৪ সালে             ঘ. ১৯৫৯ সালে

৯. প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কতজন?

ক. দুইজন        খ. তিনজন 

গ. চারজন        ঘ. সাতজন

১০. নিচের কোন ক্ষেত্রে ন্যূনতম চাঁদার বিষয়টি প্রযোজ্য?

ক. অংশীদারী ব্যবসায়

খ. প্রাইভেট লিমিটেড কোম্পানি

গ. সমবায় সমিতি  

ঘ. পাবলিক লিমিটেড কোম্পানি

১১. কোন ধরনের অংশীদারী ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না?

i. ঘুমন্ত অংশীদার   

ii. নামমাত্র অংশীদার

iii. সীমিত অংশীদার

নিচের কোনটি সঠিক?

ক. i, ii  খ. i, iii  গ. ii, iii  ঘ. i, ii ও iii

১২. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

ক. ২   খ. ১০  গ. ২০   ঘ. ৫০

১৩. জীবন বীমা করপোরেশন কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান?

ক. শিল্প    খ. অর্থ  গ. বাণিজ্য   ঘ. তথ্য

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বরর প্রশ্নের উত্তর দাও :

চিত্রশিল্পী জনাব হিমেল চৌধুরী তাঁর আঁকা শিল্পকর্মের জন্য সরকার থেকে একটি আইনের মাধ্যমে স্বত্ব নিজের করে নেন। ফলে শিল্প কর্মগুলো অন্য কেউ নকল করতে পারবে না।

১৪. উদ্দীপকে জনাব হিমেল চৌধুরী কোন ধরনের চুক্তি সম্পাদন করলেন?

ক. কপিরাইট  খ. পেটেন্ট

গ. ট্রেডমার্ক   ঘ. ফ্রাঞ্জাইজিং

উত্তরমালা : ১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ

সর্বশেষ খবর