শিরোনাম
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নয়া বিতর্কে আনুশকা

শোবিজ ডেস্ক

নয়া বিতর্কে আনুশকা

দিনকয়েক আগেই রমরমিয়ে লঞ্চ হয়েছে আনুশকা শর্মার ক্লোদিং ব্র্যান্ড, ‘নাশ’। প্রোমোতে দেখানো হয়েছে, ডিজাইনিংয়ের প্রতিটি ধাপে কতটা জড়িয়ে থেকেছেন নায়িকা নিজে। এখন শোনা যাচ্ছে, তার ব্র্যান্ডের কিছু জিনিস নাকি অন্য জায়গা থেকে নেওয়া! ১৬০টা প্রডাক্ট রয়েছে আনুশকার এই অটাম-উইন্টার কালেকশনে। অনলাইন স্টোর এবং দেশের নামি রিটেল আউটলেটগুলোয় পাওয়া যাবে। এখন অভিযোগ উঠেছে, ‘নাশ’এর কিছু প্রডাক্ট নাকি বিভিন্ন চাইনিজ ই-কমার্স ওয়েবসাইট থেকে নেওয়া। বিশেষ করে বিতর্ক উঠছে আইটেমগুলো নিয়ে, সেগুলো হলো দুটো বম্বার জ্যাকেট কালো এবং গোলাপি রংয়ের, একটা ট্যান ট্রেঞ্চ কোট, একটা স্ট্রাইপড মোনোক্রোম প্যান্ট প্রমুখ। ব্যাপারটা ছড়ানোর পর স্বাভাবিকভাবেই হৈচৈ হচ্ছে। কারণ লঞ্চের সময়ই আনুশকা জানিয়েছিলেন, তিনি নিজে কিছু ডিজাইন করেননি ঠিকই। কিন্তু ডিজাইনিংয়ের প্রতিটি ধাপের পেছনে তার ভাবনা ছিল। ডিজাইন চূড়ান্ত করতে একের পর এক মিটিং করেছেন তিনি। প্রোমোতে অভিনেত্রীকে বলতে শোনা  গেছে, ‘‘একবার ৯ ঘণ্টা ধরে মিটিং করেছিলাম... কালেকশনের স্যাম্পলিং যখন চলছিল, তখন কিছু মিটিং আমার বাড়িতেই হতো। এতক্ষণ ধরে চলত মিটিংগুলো, যে মা অস্থির হয়ে উঠে বলত, ‘খাবারটা তো খেয়ে নে’! স্টাইলিং নিয়ে ইনপুট দিয়েছিলাম আমি। চেয়েছিলাম, প্রডাক্টগুলো যেন আমার রুচিবোধের সঙ্গে মেলে।’’ এত কিছু বলার পরে যদি জানা যায়, তার ব্র্যান্ডের একাধিক প্রডাক্ট মৌলিক নয়, নায়িকার ভাবমূর্তির কী হবে তা বলাই বাহুল্য! আনুষ্কার মুখপাত্র অবশ্য বলেছেন, ‘গত কদিনে একাধিক অসঙ্গতির খবর আমাদের কানে এসেছে। আমরা আপাতত সত্যিটা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি। যে সমস্যা হয়েছে, তা সমাধানের জন্য যা করা দরকার, আমরা করব। এবং সবটা জানার পরে সবাইকে জানাব।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর