রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিটিভির নতুন ধারাবাহিক ‘দশে দশ’

শোবিজ প্রতিবেদক

বিটিভির নতুন ধারাবাহিক ‘দশে দশ’

আজ থেকে বাংলাদেশ টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘দশে দশ’। কাজী রশিদুল হক পাশার রচনায় ২০ পর্বের এই ধারাবাহিক নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, রশিদুল হক পাশা, আহসান হাবিব নাসিম, মোমেনা চৌধুরী, খলিলুর রহমান, আল-মনসুর, মিলি বাশার, মাজনুন মিজান, সুষমা সরকার, হাফিজুর রহমান, রিয়াদ রায়হান প্রমুখ। নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, নাটকের গল্প শুরু হবে ২০০৩ সাল থেকে, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা যখন ক্ষমতায়। দেশের আর্থ-সামাজিক অবস্থা ভেঙে চুরমার। পুরো জাতি এক চরম অনিশ্চয়তার মধ্যে নিমজ্জিত। গল্প এগিয়ে ২০২০ সালে পদ্মা সেতুতে এসে শেষ হবে গল্প।

সর্বশেষ খবর