সংগীতশিল্পী মনি কিশোর অসুস্থতাজনিত কারণেই মারা গেছেন বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তিনি রাজধানীর পূর্ব রামপুরার টিভি রোডের একটি পাঁচতলা বাড়ির তৃতীয় তলার বাসায় একাই থাকতেন। পুলিশ বলছে, লাশ উদ্ধারের দুই-তিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। গতকাল রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, গত শনিবার রাতে খবর পেয়ে পুলিশ ওই বাসার দরজা ভেঙে খাটের ওপর থেকে সংগীতশিল্পী মনি কিশোরের পচনশীল লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে মনি কিশোরের মৃত্যু হয়ে থাকতে পারে। তাঁর স্ত্রীর সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়েছে। একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। মনি কিশোর ওই বাসায় একাই থাকতেন। এসআই জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ১৯৯০ দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোর ৫ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তারই সুর করা ও লেখা। ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর। মনি কিশোর তাঁর সংগীতের নাম। প্রকৃত নাম মনি মন্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে ‘মন্ডল’ বাদ দিয়ে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন।