সিনেমার প্রিয় মুখ অভিনেত্রী পরীমনি। নিজের রূপের গুণে ভক্তদের মাত করে রেখেছেন তিনি। এ ছাড়া নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ছবি। বর্তমানে মানসম্মত ছবি বেছে বেছে কাজ করছেন এই নায়িকা। গত শুক্রবার বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। অন্যদিকে পরী অভিনীত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। সম্প্রতি হইচই-এর সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় সিরিজটির মুক্তির তারিখ। অ ন ম বিশ্বাস পরিচালিত সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে রয়েছেন মোস্তাফিজ নূর ইমরান।