রেকর্ডসংখ্যক নাটকে জুটি বেঁধে দর্শক মনোযোগ কেড়েছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি তাঁরা আবারও বেশ কিছু নতুন নাটক করেছেন। জুটি বেঁধে অভিনয় নিয়ে হিমি বলেন, ‘দর্শকের প্রত্যাশা পূরণের জন্যই নাটক-সিনেমায় জুটি গড়ে ওঠে। আমাদের বেলায় সেটাই হয়েছে। দর্শকরা চায় বলেই নির্মাতারা আমাদের জুটি করে একের পর এক নাটক নির্মাণ করে যাচ্ছেন। নতুন নাটকে নিলয়ের সঙ্গে জুটি বেঁধে আবারও দর্শকমনে কড়া নাড়তে পেরেছি- এটাই ভালো লাগার।’