জোড়া ছবি দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল তাঁর ‘বসগিরি’ ও ‘শুটার’। এরপর থেকে প্রতি ঈদেই বুবলী অভিনীত একাধিক ছবি মুক্তি পেয়েছে। গত বছরও রোজার ঈদে মুক্তি পেয়েছিল জোড়া ছবি ‘মায়া-দ্য লাভ’ ও ‘দেয়ালের দেশ’। আগের বছর (২০২৩ সাল) ঈদেও হাজির হয়েছিলেন ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ নিয়ে। তবে ঈদে বুবলীর জোড়া ছবি নিয়ে আসার ঘটনায় এবার ছেদ পড়ে। ঈদে বুবলীর একটি সিনেমা মুক্তি পেয়েছে, সেটা এম রাহিমের ‘জংলি’। তাঁর বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। আরও ছিলেন দীঘি। এ ছবির প্রমোশনে লুঙ্গি পরে হাজিরও হয়েছিলেন শবনম বুবলী। যাই হোক, ঈদের ছবি হিসেবে জংলি ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শবনম বুবলী। দর্শকরা তাঁর সাবলীল অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। বুবলী-সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঈদে। সারা দেশের মাল্টিপ্লেক্সে ১৮টি শো চলছে এখন। প্রায় শোগুলো দর্শক টানছে। জংলি টিমের মতে- ‘হাউসফুল’। ঈদের তৃতীয় দিন পর্যন্ত ‘জংলি’ সিনেমার প্রতিটা শো হাউসফুল ছিল বলে জানা গেছে। নিজের ছবির দর্শক রেসপন্স নিয়ে আনন্দিত বুবলী। তিনি বলেন, ‘আমার সবগুলো সিনেমা আমি দেখেছি। এটা এমন না যে, আমি সব সময় এ জিনিসটা ক্লিয়ার করে রাখি। কারণ আমরা তো দর্শকদের জন্যই। দর্শকরা চিনবে, ছবি তুলতে আসবে বা যে দর্শকগুলো আমাদের ভালোবাসে, সেটা তাদের জন্য। আমি চাই একদম ফুল মনোযোগ দিয়ে সিনেমাটা দেখতে পারি। মানে যদি একজন মানুষও আমার দিকে একটু ভালোভাবে তাকায়, তাদের যেন মনোযোগ নষ্ট না হয় সেজন্য আমি বোরকা পরে আমার মতো করে কাছের মানুষদের নিয়ে সিনেমা দেখি।’ এদিকে বুবলী অভিনীত ‘ছায়া’ নামে অন্য একটি সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয় এ ঈদে। অবশ্য এ হিসাব কষলে বলা যায়, এবারও ডাবল সিনেমা নিয়েই হাজির হন আলোচিত এ নায়িকা। তাই প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্ম দুই মাধ্যমেই বুবলীর নতুন সিনেমা মুক্তি পাওয়ায় ভক্তদের পাশাপাশি বুবলীও বেশ উচ্ছ্বসিত। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সম্প্রতি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন বুবলী। খুলেছেন প্রযোজনা সংস্থা। প্রতিষ্ঠানের নাম রেখেছেন- বিগ প্রোডাকশনস। বুবলী ইনোভেটিভ গ্রুপের সংক্ষিপ্ত রূপ ‘বিগ’। জানা গেছে, এ প্রতিষ্ঠান থেকে নাটক, ওয়েব ছবি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মিত হবে। আয়োজন করা হবে বিভিন্ন ইভেন্টও।
শিরোনাম
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
বুবলীতে মুগ্ধ দর্শক
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর