২০২৩ সালে মুক্তি পায় সিনেমা ‘কিল হিম’। ঢাকাই সিনেমার অসম্ভবকে সম্ভব করা খ্যাত নায়ক অনন্ত জলিল ছিলেন এ সিনেমার মুখ্য ভূমিকায়। এরপর পেরিয়ে গেছে প্রায় দুই বছর। এ সময়ের মধ্যে এ নায়ককে আর বড় পর্দায় দেখা যায়নি। অথচ ‘অপারেশন জ্যাকপট’, ‘নেত্রী দ্য লিডার’ ও ‘কিল হিম টু’ এই তিন সিনেমায় কাজ শুরু করার কথা ছিল অনন্তর। কিন্তু না, নানা কারণে সিনেমাগুলোর কাজ আর শুরু হলো না। তাই ব্যবসা-বাণিজ্য নিয়েই এখন ব্যস্ত তিনি। তাঁর কথায়, ‘আমি কয়েক বছর আগেই ঘোষণা দিয়েছি, আমি আর সিনেমা প্রযোজনা করব না। আমি বাইরের প্রযোজনা সংস্থার সিনেমায় কাজ করব। অনেক সিনেমার প্রস্তাবও পাচ্ছি, কিন্তু গল্প আর চরিত্র পছন্দ না হওয়ায় সেসব প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। এখন ব্যবসায় পরিপূর্ণভাবে মনোযোগ দিচ্ছি। আর সময়-সুযোগ পেলেই পরিবার-পরিজন নিয়ে বিদেশে উড়াল দিচ্ছি। ওই সিনেমাগুলোর কাজ শুরু হলে তবেই আবার ফিল্মের ময়দানে নামব।’ উল্লেখ্য, ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি প্রযোজনা করছেন অনন্ত নিজেই। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয় এবং নির্মাণকাজ প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে। যে কোনো সময় বাকি কাজ শেষ করে মুক্তি দিতে চান তিনি। এ সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা।