শাকিব খানের নতুন সিনেমায় এবার নায়িকা হিসেবে দেখা যেতে পারে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারকে। শোবিজ পাড়ায় এমনই খবর ছড়িয়ে পড়েছে। নতুন এ জুটিকে নিয়ে তাই জল্পনা-কল্পনা শুরু হয়েছে দর্শকমহলে। ছবির শিরোনাম ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। অথচ ছবির নির্মাতা আবুল হায়াত মাহমুদ বলছেন, মধুমিতা এখনো চূড়ান্ত নয়। আর নির্মাতার এ বক্তব্যের পর চলচ্চিত্র দুনিয়ার মানুষ বলছেন, ‘যেখানে ভিনদেশি নায়িকা এখনো চূড়ান্তই হয়নি। তাহলে কিছু মানুষের এ নিয়ে এত উচ্ছ্বাস কেন? তারা কেন বিদেশি নায়িকা এ দেশে আনতে এত স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এ দেশে কি নায়িকার আকাল পড়েছে।’ ২০২৬ সালের ঈদুল ফিতরের জন্য নির্মাণ করা হবে নতুন এ সিনেমা। জানা যায়, সিনেমাটির গল্প এগিয়ে যাবে তিনটি চরিত্রকে কেন্দ্র করে। যেখানে থাকবে একটি প্রধান নারী চরিত্র ও দুটি পুরুষ চরিত্র। শোনা যাচ্ছে, দুটি পুরুষ চরিত্রের নাম ‘পিচ্চি হান্নান’ ও ‘কালা জাহাঙ্গীর’। গুঞ্জন রটনাকারীরা বলছেন, গল্পের প্রয়োজনে প্রধান নারী চরিত্রের জন্য বাছাই করা হয়েছে মধুমিতাকে। এদিকে, ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রের জন্য ঢালিউড মেগাস্টার শাকিব খানকে। সিনেমায় টুইস্ট হিসেবে ‘পিচ্চি হান্নান’ চরিত্রে দেখা যাবে শক্তিশালী অভিনেতা মোশাররফ করিমকে।